উপাধ্যক্ষের বানী

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, দৌলতপুর, খুলনা প্রশিক্ষণের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জনবলের দক্ষতা উন্নয়নের অংশীদার। অত্র ইনস্টিটিউট থেকে বিগত ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ সালে প্রথম পর্বে যথাক্রমে ২৪০, ২১৬, ২০৮ এবং ২১৭ জন প্রশিক্ষণার্থী ভর্তি হয়। পক্ষান্তরে একই সময়ে যথাক্রমে ২০১, ১৮৬, ১৮৪ এবং ১৮১ জন প্রশিক্ষণার্থী কৃষি ডিপ্লোমা ডিগ্রী লাভ করেছে।

ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটসমূহের অন্যতম চ্যালেঞ্জ হলো ফসলের টেকসই উৎপাদনের লক্ষ্যে কৃষিতে দক্ষ জনবল গড়ে তোলা। এ উদ্দেশ্য সামনে রেখ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, দৌলতপুর, খুলনা উক্ত কার্যক্রম শক্তিশালীকরণে, কৃষি ডিপ্লোমা কোর্সের কারিকুলাম যুগোপযোগী করতে সহায়তা প্রদানে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণের কারিগরি জ্ঞান ও দক্ষতাশ বৃদ্ধিকরণে, কর্মকর্তাদেরকে আইসিটি বিষয়ে অভিজ্ঞ করে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শ্রেণী কক্ষে পাঠদানের ও ব্যবহারিক ক্লাশের পাশাপাশি ছাত্রদের মানবিক ও নেতৃত্ব উন্নয়নে অত্র প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষক-কর্মচারীদের নিয়ে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন, গার্লস গাইড ও রোভার স্কাউট, সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা ধরণের কর্মকান্ডের আয়োজন করা হয়ে থাকে।

আদর্শ কৃষি ডিপ্লোমা শিক্ষার জন্য কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, দৌলতপুর, খুলনা একটি আদর্শ প্রতিষ্ঠান বলে আমরা গর্ব কর।

 

নোটিশ বোর্ড

ভিজিটর

  • মোট ভিজিটর : 19480
  • আজকের ভিজিটর : 9
  • বর্তমানে অনলাইনে আছে : 1